Posts

Showing posts from 2020

সি প্রোগ্রামিং এর ক্যারেকটার সেট ও টোকেন(Token & Charecter &Token)-smsakib5

Image
ক্যারেক্টার সেট হচ্ছে একটি ভাষায় সমর্থিত কতকগুলো অক্ষরের সেট। একটি ক্যারেক্টার alphabet, digit, অথবা special symbol হতে পারে যা একখণ্ড তথ্য রিপ্রেজেন্ট করার জন্য ব্যাবহৃত হয়। নিচে সি ভাষায় সমর্থিত Alphabet, Digit এবং special symbol দেয়া হল। Alphabets:- A,B,C,D……………Y,Z a,b,c,d……………y,z Digits :- 0,1,2,3…………8,9 Special Symbols: ~ ! @ # % ^ * () - _ + = {} [] ; : ’ ” < > ? / | Alphabet: সি ক্যারেক্টার সেট, ইংরেজি বর্ণমালার A-Z এবং a-z সমর্থন করে।সি ক্যারেক্টার সেনসেটিভ ভাষা হওয়ায় ‘a’ এবং ‘A’ বলতে একই জিনিস বুঝায় না। টোটাল ২৬+২৬ টি Alphabet সি ভাষায় ব্যাবহৃত হয়। Digit: সি ক্যারেক্টার সেট, 0-9 পর্যন্ত দশটি ডিজিট এবং এই দশটি ডিজিটের সমন্ধয়ে যে কোন ডিজিট সি ভাষা সমর্থন করে। Special Symbol:Digits এবং Alphabet ছাড়াও সি ভাষা কিবোর্ডের অনেক Special Character সমর্থন করে। সি ভাষায় এই Special Characters এর Special অর্থ রয়েছে। টোটাল ৩০ টি Special Characters সি ভাষায় ব্যাবহার হয়। যেমনঃ ‘>’ বলতে Greater Than এবং ‘<’ বলতে Less Than বুঝায়। টোকেন টোকেন (Token): সি প্রোগ্রামিং...

প্রথম প্রোগ্রাম। প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম!

Image
প্রথম প্রোগ্রাম। প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম Home   Facebook Group   Facebook Page   Facebook   Gmail   Youtube   Contact us     [প্রোগ্রামিং বইঃ অধ্যায় এক] প্রথম প্রোগ্রাম। প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম! আমরা এখন একটি প্রোগ্রাম লিখে ফেলব, যেটি তোমার কম্পিউটারের স্ক্রিনে Hello World দেখাবে বা প্রিন্ট করবে। এটি হচ্ছে প্রোগ্রামিংয়ের একটি ঐতিহ্য। পৃথিবীর অধিকাংশ প্রোগ্রামারই জীবনের প্রথম প্রোগ্রাম হিসেবে এটি লেখে। আমি এই বইয়ের প্রোগ্রামগুলো চালানোর জন্য Codeblocks ব্যবহার করব। তবে তোমরা অন্য কিছু ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, সবগুলোতে কাজের ধারা মোটামুটি একই রকম। কম্পিউটারে কোডব্লকস ইনস্টল করে ফেলো। নিজে নিজে ইনস্টল করতে না পারলে ইউটিউবে এই ভিডিওটি দেখো। ইনস্টল হয়ে গেল। এখন উইন্ডোজের Start মেনুতে Programs-এ গিয়ে Codeblocks চালু করো। উবুন্টুতে এটি থাকবে Applications > Programming-এর ভেতর। এখন ত...