প্রথম প্রোগ্রাম। প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম!
প্রথম প্রোগ্রাম। প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম Home Facebook Group Facebook Page Facebook Gmail Youtube Contact us [প্রোগ্রামিং বইঃ অধ্যায় এক] প্রথম প্রোগ্রাম। প্রোগ্রামিংয়ের জগতে স্বাগতম! আমরা এখন একটি প্রোগ্রাম লিখে ফেলব, যেটি তোমার কম্পিউটারের স্ক্রিনে Hello World দেখাবে বা প্রিন্ট করবে। এটি হচ্ছে প্রোগ্রামিংয়ের একটি ঐতিহ্য। পৃথিবীর অধিকাংশ প্রোগ্রামারই জীবনের প্রথম প্রোগ্রাম হিসেবে এটি লেখে। আমি এই বইয়ের প্রোগ্রামগুলো চালানোর জন্য Codeblocks ব্যবহার করব। তবে তোমরা অন্য কিছু ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, সবগুলোতে কাজের ধারা মোটামুটি একই রকম। কম্পিউটারে কোডব্লকস ইনস্টল করে ফেলো। নিজে নিজে ইনস্টল করতে না পারলে ইউটিউবে এই ভিডিওটি দেখো। ইনস্টল হয়ে গেল। এখন উইন্ডোজের Start মেনুতে Programs-এ গিয়ে Codeblocks চালু করো। উবুন্টুতে এটি থাকবে Applications > Programming-এর ভেতর। এখন ত...